ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে লামায় ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত

indexবান্দরবান প্রতিনিধি ।।

বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন প্রায় ৩০জন গ্রামবাসী। ফলে চারিদিকে আতংক ছড়িয়ে পড়লেও তারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা পায়। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার অদূরে দুর্গম পোপা হেডম্যান পাড়ায় গত বুধবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে একই পাড়ার বিভিন্ন বয়সী প্রায় ৩০ জন উপজাতীয় নারীপুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার সংবাদ পেয়ে লামা সরকারি হাসপাতাল থেকে সহকারী ডা.মো.কাউসারের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধসহ ঘটনাস্থলে যায় এবং আক্রান্তদের চিকিৎসা সেবাপ্রদান করেন।

লামা সদর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মাংক্রাত ম্রো জানান, দুর্গম পোপা হেডম্যান পাড়ায় গত বুধবার বিকেলে নববর্ষ উদযাপন উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের জন্য লামা বাজার থেকে রান্না করা তেলাপিয়া মাছ নিয়ে যাওয়া হয়। এই রান্না করা তেলাপিয়া যারা খেয়েছেন তারা সকলেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনায় তদন্ত টিম গঠন করেছে এবং শুরু হয়েছে মাঠ পর্যায়ে তদন্তও। লামা থানা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানায়।

 

পাঠকের মতামত: