ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

দোয়া মাহফিলে খালেদার জন্মদিন পালন

অনলাইন ডেস্ক :::    ৭৩ বর্ষে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কেককাটার আনুষ্ঠানিকতা নয়, দোয়া মাহফিলের মাধ্যমে দলের চেয়ারপারসনের জন্মদিন পালন করেছে বিএনপি। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে খালেদা জিয়ার নির্দেশে দিনটি উপলক্ষে কোন আড়ম্বরপূর্ণ কর্মসূচি দেয়নি দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলটি হয়। দোয়া মাহফিলের আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে দেশনেত্রী খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন। একই সময়ে দেশে প্রবল আকারে বন্যা দেখা দিয়েছে। সারা দেশের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় দেশনেত্রী জন্মদিনের সকল ধরনের আনন্দ কর্মসূচি আয়োজনে নিষেধ করে দিয়েছেন। আমরা এজন্য আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র দোয়া মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। দেশের এই অবস্থায় কোন ধরনের আনন্দ অনুষ্ঠান করা যায় না, করা উচিতও নয়।’ পরে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, এমএ মালেক, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কাজী আবুল বাশার, অ্যালবার্ট পি কস্টাসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সারা দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌর শাখা কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের উত্তরাঞ্চলে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণে করেছেন বিএনপি ও অঙ্গদল।
দুই যুগ ধরে ১৫ই আগস্ট আড়ম্বরে জন্মদিন উদযাপন করে আসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছর বন্যা, গুলশান হামলা, গুম-খুনকে কারণ দেখিয়ে কেককাটার কর্মসূচি বাতিল করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবছরও কোন আনন্দ আয়োজন করেনি বিএনপি।  মানবজমিন

পাঠকের মতামত: