ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দেশ প্রেমিক সেনাবাহিনী দিয়ে সর্বনাশা ইয়াবা প্রতিরোধ করুন -শাহজাহান চৌধুরী

shahjahan-chy_1টেকনাফ প্রতিনিধি ::

দেশ প্রেমিক সেনাবাহিনী দিয়ে সর্বনাশা ইয়াবা প্রতিরোধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, আইনশৃংখলা বাহিনী ও ইয়াবা কারবারীরা একাকার হয়ে গেছে। ইয়াবা বিস্তারের লাগাম টেনে ধরতে দেশের সেনাবাহিনী কে দায়িত্ব দিতে হবে। অন্যথায় ইয়াবা বিরুধী যুদ্ধের কোন সুফল পাওয়া যাবে না।

শুক্রবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।  লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সর্দার।

সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক এড. হাসান সিদ্দিকী।

বক্তৃতা করেন- হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদত হোসেন, হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জহুর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল আমিন, মোহাম্মদ কাইয়ুম, জালাল উদ্দিন, জামাল সাদেক, আবুল কালাম সিকদার, জেলা যুবদল সদস্য মোকতার হোসেন বাপ্পী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, হীলা উত্তর শাখা যুবদল নেতা আহমদ ইলিয়াছ, দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি রিদোয়ান। এছাড়া ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

পাঠকের মতামত: