সাম্প্রতিক ভারী বর্ষণে পাহাড়ি ঢলের পানির চাপে দেশের সর্বোচ্চ উচ্চতায় র্নির্মিত ৩৪কিলোমিটার দীর্ঘ বান্দরবানের আলীকদম–থানচি সড়কটি বিধ্বস্ত হয়েছে। এ সড়কের ডিমপাহাড় এলাকাটি দেশি–বিদেশি হাজারও পর্যটকের জন্যে একটি আকর্ষণীয় স্থানও বটে। এ সড়কপথে ব্যাপক উঁচু–নিচু পাহাড় থাকায় ফিবছরই পাহাড়ি ঢলের চাপে বিধ্বস্ত হয়ে পড়ছে। প্রায় ১২০কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়নের সদস্যরা এ সড়কটি নির্মাণ করে। ২০১৫ সালের ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে দেশের সবচে উচ্চতায় নির্মিত এ সড়কপথের উদ্বোধন করেছিলেন। এর পর থেকেই প্রতিদিন বিপুল পর্যটকের যাতায়াতও শুরু হয় এই সড়কের ডিমপাহাড় এলাকাসহ নানাস্থানে। আধুনিকতার ছোঁয়ায় পুরো সড়কপথ দৃষ্টিনন্দন হয়ে দাঁড়ায়। তবে সাম্প্রতিক ভারী বর্ষণে এ সড়কের ২২টি স্থানে পাহাড়ের অংশ ধস এবং ১৯স্থানে পাহাড়ি ঢলের পানির চাপে ড্রেনেজসহ সড়ক বিধ্বস্ত হয়েছে।
সওজ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মো.নাজমুল ইসলাম খান বলেন, আলীকদম–থানচি সড়কটি ব্যবহারের উপযোগী করে তোলার জন্যে জরুরি ভিত্তিতে কমপ ে ৫০ লাখ টাকা প্রয়োজন এবং এ সড়ককে সর্বসাধারণের জন্য পুনরায় চালু করতে প্রয়োজন হবে কমপক্ষে ২কোটি টাকা। তিনি জানান, মেরামতসহ জরুরি কাজের জন্য প্রাক্কলন তৈরির কাজ চলছে। সরকারের উচ্চ মহলে সেই প্রাক্কলন দাখিল করা হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ নির্দেশনা পাবার পরই এ সড়কপথের পুননির্মাণ বা মেরামত কাজ শুরু করা সম্ভব হবে। নির্মাণ কাজ শেষে মাত্র একবছর আগেই সড়কটির র নাবে ণের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয় সওজ বিভাগের কাছে। তিনি বলেন, এ সড়কটি মূলত ব্যাপক উচুঁ–নিচু পাহাড়ের ওপর দিয়েই নির্মিত, তাই প্রবলবর্ষণেই পাহাড়ি ঢলের পানির চাপে বিধ্বস্ত হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, বান্দরবানের পাহাড়ি মাটি নরমপ্রকৃতির। তাই বেশি উচুঁপাহাড়ে নির্মিত সড়কপথ ঝুকিপূর্ণ।
গত ৫জুলাই থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতবছর বর্ষাতেও এ সড়কের নানাস্থান ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ওই সময় কয়েকমাস যানবাহন চলাচলও বন্ধ থাকে। তবে জরুরি মেরামতের মাধ্যমে ছোট যানবাহন চলাচল উপযোগী করে তোলা হয় সড়কটি। এবারের বর্ষাতেও ব্যাপক পাহাড়ধস নামে সড়কপথের ওপর। প্রায় ২ হাজার ৫০০ ফুট উঁচুতে পাথুরে পাহাড়ের গায়ে আঁকা–বাঁকা ধাপ কেটে ৩৪ কিলোমিটারের সড়কটি নির্মাণ করা হয়।
থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা বলেন,সড়কটি পাহাড়ের বুকে নান্দনিক সৌন্দর্যের প্রতীক। এ সড়ক দেখতে সারাবছর শত শত পর্যটক আসেন। সাম্প্রতিক ভারী বর্ষণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পর্যটকরা আসতে পারবে না। তাছাড়াও থানচি এবং আলীকদম উপজেলার দুর্গম এলাকার কয়েক হাজার পাহাড়ি কৃষক তাদের কৃষিপণ্য পরিবহনেও সুযোগ হারাবে।
এ ব্যাপারে আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের বলেন, আলীকদম–থানচি সড়কটিতে বড় ধরনের ধস হয়েছে। ধসের কারণে ছোট–বড় সব যান চলাচল বন্ধ আছে। সড়কটি কবে নাগাদ যান চলাচলের জন্য উপযোগী করা যাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পাঠকের মতামত: