অনলাইন ডেস্ক ::
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাক্ষাৎ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এসময় দুই নেতা কথা বলেছেন। কুশল বিনিময় করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা নেতারা জানিয়েছেন, বিমানবন্দরে একটি কক্ষে ছিলেন মির্জা ফখরুল। বিষয়টি জানতে পেরে ওবায়দুল কাদের নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওবায়দুল কাদের বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলকে বলেন, একই ফ্লাইটে আসবেন জেনে ভেবেছিলাম কথা বলতে পারবো।
এসময় মির্জা ফখরুল বলেন, পারিবারিক কারণে ফ্লাইট ধরতে পারিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হয়েছে। তারা কথাও বলেছেন। উপস্থিত নেতারা জানান, আগের ফ্লাইটে ওবায়দুল কাদের ঢাকায় আসেন। পরের আরেকটি ফ্লাইট ধরেন মির্জা ফখরুল।
পাঠকের মতামত: