ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

দুল নয়, শাকিবের কানে সেফটিপিন

sakibবিনোদন ডেস্ক ::

শাকিবের কানের সেফটিপিন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। শনিবার রাতে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবির একটি গান প্রকাশিত হয়। প্রকাশিত গানের ভিডিওতে ২ মিনিট ৩ সেকেন্ডের স্থানে শাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে। তিনি কানের লতিতে পরেছেন সেফটিপিন। এটা নিয়ে শুরু হয় জল্পনা।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা শাহাদৎ হোসেন লিটন জানান, শাকিব খান এটা ইচ্ছা করেই করেছেন। ভুলের কিচ্ছু নেই। এটা একটা স্টাইল।

তিনি আরো জানান, শাকিবের কানে একটা ফুটো আছে। কিন্তু যখন এই গানটার শুটিং করি তখন শাকিব খান সিদ্ধান্ত নেন কানের ফুটোতে সেফটিপিন ব্যবহার করবেন। এটি দুল নয়, সেফটিপিন।

অহংকার একটি অ্যাকশন-রোমান্টিক ছবি। ছবির গল্পের প্রয়োজনে শাকিব খানকে নিয়েছি। আর শবনম বুবলী এরই মধ্যে দর্শকদের মন জয় করেছেন।

 

পাঠকের মতামত: