ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 দুই ভাই ইয়াবাসহ পুলিশের হাতে আটক, প্রাইভেট কার জব্দ 

অনলাইন ডেস্ক :: লোহাগাড়ায় প্রাইভেটকারে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।

গ্রেপ্তাকৃতরা হলেন, চট্টগ্রামের ভূজপুর থানার বাংলাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ হলুদিয়া এলাকার আবদুল খালেকের পুত্র আবদুল জলিল (৩০) ও তার ভাই জসিম উদ্দিন (২৪)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু পূর্বক আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: