ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

দাফনের ১৬ দিন পর কবরের ওপর উঠে এলো নারীর লাশ!

নওগাঁ প্রতিনিধি ::  নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামে এক মহিলার মৃত্যুর ১৬ দিন পর তার লাশ কবর হতে মাটির ওপর পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ঘোলাদিঘী গ্রামে। আজ মঙ্গলবার সকালে কবরের পাশে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে গ্রামের মধ্যে হইচই পড়ে যায় এবং শত শত উৎসুক জনতা লাশটি এক নজর দেখার জন্য ওই গ্রামের কবরস্থানে ভিড় জমায়।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা গেছে, ঘোলাদিঘী গ্রামের আব্দুল লতিফের স্ত্রী ৫ ছেলে সন্তানের জননী মিলি আরা বেগম (৫২) গত ১ সেপ্টেম্বর রবিবারে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরদিন সোমবার সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাকে কবরস্থ করার ১২ দিনের মাথায় গত ১৩ সেপ্টেম্বর সকালে কবরের একটি সুড়ঙ্গ দিয়ে লাশের একটি হাত বেরিয়ে থাকতে দেখা যায়। পাশে কাফনের কাপড় পড়েছিল।

বিষয়টি পরিবারের লোকজন স্থানীয় এক মাওলানাকে ডেকে দোয়া কালিমা পড়ে কবর হতে বেরানো হাত ও কাফনের কাপড় পুনরায় কবরের মধ্যে প্রবেশ সুড়ঙ্গটি বন্ধ করে দেয়। রহস্যজনকভাবে আজ মঙ্গলবার সকালে গ্রামের লোকজন ওই কবরের পাশে মিলি আরার লাশটি পড়ে থাকতে দেখতে পায়। ঘটনা জানাজানি হলে শত শত উৎসুক জনতা এক নজর দেখতে ওই কবরস্থানে ভিড় জমায়। জনতার উপস্থিতি বাড়তে থাকায় পরিবারের লোকজন তড়িঘড়ি করে লাশটিকে মাটিচাপা দিয়ে ঢেকে দেয়া হয়। একই কবর থেকে প্রথমে লাশের হাত পরে কাফনের কাপড় এবং শেষে সম্পূর্ণ লাশ বেরিয়ে আসার বিষয়টিকে অনেকে আজব বলে মন্তব্য করলেও তা গুজব নয়। এটি দিনের আলোর মত সত্য বলে এলাকাবসীর মধ্যে সর্বত্রই আলোচন-সমালোচনার ঝড় উঠেছে।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি শোনার পর আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে শেয়াল মাটি খুঁড়ে এভাবে লাশ বের করেছে। এ কথা মৃত মহিলার স্বামী আব্দুল লতিফকে জানানো হয়েছে। পরবর্তীতে ধর্মীয় বিধান মতে লাশটিকে মাটি দেয়া হয়। এলাকার কিছু লোকজন বিষয়টিতে রংচং মেখে বিভিন্ন কল্পকাহিনী তৈরি করে তিলকে তাল বানাচ্ছে।

পাঠকের মতামত: