ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

থাই ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাই উদ্ধার

অনলাইন ডেস্ক ::

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের তৃতীয় দিনে এসে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে গুহা থেকে বের করে আনতে সক্ষম হন ডুবুরিরা। সংশ্লিষ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার এতথ্য জানিয়েছে।

রোববার ও সোমবার চারজন করে আটজন কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। মঙ্গলবার অভিযানের তৃতীয় দিনে এসে বাকি চার ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে থাই নেভি সিল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। সফলতার সঙ্গেই অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়াদের সবাই নিরাপদ আছেন।

গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি আসলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়েন। তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত: