ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

তিন বাহিনী প্রধানদের চাকরির সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর

ppmঅনলাইন ডেস্ক ::::

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের চাকরির সর্বোচ্চ মেয়াদ চার বছর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সংবাদি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিন বাহিনী প্রধানের পদে যোগদানের তারিখ থেকে একসঙ্গে বা বর্ধিত মেয়াদে এই চার বছর নির্ধারিত হবে। এই ব্যবস্থা রেখে প্রতিরক্ষা বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন-২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। বাহিনী প্রধানদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। জনস্বার্থে অবসর না করলে বা স্বেচ্ছায় অবসর না নিলে বাহিনী প্রধানের মেয়াদ একসঙ্গে বা বর্ধিত মেয়াদে নিয়োগের তারিখ থেকে চার বছর হবে। তিনি বলেন, এত দিন বাহিনী প্রধান নিয়োগের জন্য কোনো আইন ছিল না। জেনারেল সার্ভিসেস ইনস্ট্রাকশন (জেএসআই) অনুযায়ী এত দিন তাদের নিয়োগ দেওয়া হতো।

পাঠকের মতামত: