ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

তা’লীমুল কুরআন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

Cox Talimul Qran News Pic (1)সংবাদ বিজ্ঞপ্তি :::

পবিত্র রমজানে অনুষ্ঠিত তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী তা’লীমুল কুরআন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকালে শহরের ঐতিহ্যবাহী আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান হেলেনাজ তাহেরা।

আলির জাঁহাল বালিকা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাস্টার সৌকত বাহার চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার কফিল উদ্দিন চৌধুরী, তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান ওস্তাজ ক্বারী মুফতি মাওলানা রফিক বিন সিদ্দিক, মহিলা প্রশিক্ষক মাহফুজা খাতুন, মাস্টার সৌকত বাহার চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল উদ্দিন চৌধুরী, দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক ইমাম খাইর, বায়তুশ শরফ শাহ জব্বারিয়া একাডেমীর শিক্ষক মাওলানা ফরহান উল্লাহ, প্রশিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম।

সভা শেষে প্রবীন প্রশিক্ষণার্থী এম.এ সালাম মিয়াজীসহ পবিত্র কুরআনের প্রশিক্ষণার্থীদের মাঝে অতিথিরা সনদ তুলে দেন। ১৫ দিনের প্রশিক্ষণে তিন বিভাগে ৩ জন ‘সেরা প্রশিক্ষণার্থী’ নির্বাচিত হন। তারা হলেন- প্রথম ব্যাচে-আবু হুরাইরা সিদ্দিকী। দ্বিতীয় ব্যাচে শাহজাদী সুমাইয়া ছিদ্দিকা। তৃতীয় ব্যাচে হুমায়রা আকতার।

উল্লেখ্য, পবিত্র রমজানে ১৫ দিনব্যাপী তা’লীমুল কুরআন প্রশিক্ষণ কোর্সে সার্বিক সহযোগিতা করেছেন কক্সবাজার হজ কাফেলা ও মাস্টার সৌকত বাহার চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা তোফাইল উদ্দীন চৌধুরী।

পাঠকের মতামত: