ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্টিত

এম জিয়াবুল হক, চকরিয়া::
মাতামুহুরী সাংগঠনিক উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল দলের সর্বস্তেেরর নেতাকর্মী-সমর্থক শুভ্যানুধায়ীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ত্যাগী আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন বিপুল ভোটের ব্যবধানে নতুন সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি সাবেক চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে সোহরাব মোস্তফা লিমন বিপুল ভোটে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিব উল্লাহ মেম্বারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল দুইটায় ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সম্মেলন উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড.রনজিত দাশ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সহ-সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ।
এছাড়াও সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের সুচনা করেন। বিকাল পাঁচটার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হলে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মোট ২৫১ জন কাউন্সিলর ছিলেন। তাদের মধ্যে ২৩৯ জন কাউন্সিলর প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সভাপতি পদে নাছির উদ্দিন (ছাতা) প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন দুইজন। তাদের মধ্যে অপর প্রার্থী জাহাংগীর আলম (দোয়াত কলম) প্রতীক ৬৯ ভোট ও অধ্যাপক আবদুল জলিল (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সোহরাব মোস্তফা লিমন (তালা) প্রতীকে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন মুজিবুল হক মুজিব। তিনি (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে চারটি ভোট বাতিল করেন নির্বাচন কমিশন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম ও যুগ্ম সম্পাদক অ্যাড.রনজিত দাশ।

পাঠকের মতামত: