ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন পদ শূন্য ঘোষণার ৩ মাসের মধ্যে নির্বাচন

অনলাইন ডেস্ক ::

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, পদ শূন্য ঘোষণার ৩ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। আজ রোববার দুপুরে কমিশনের সঙ্গে ইউএনডিপির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় শিগগিরই পদটি শূন্য করে প্রজ্ঞাপন জারি করবে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ার আনিসুল হক। গতকাল রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

পাঠকের মতামত: