ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বিএনপির দোয়া মাহফিল

27252_khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া হয়। দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন। দেশের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক-সামাজিক এবং বন্যার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেই কারণে তিনি মনে করেছেন, জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন করা সমীচীন নয়। মির্জা আলমগীর বলেন, আজকে আমরা তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করেছি। আরাফাত রহমান সাহেবের রুহের মাগফেরাত কামনা করেছি। বিএনপি মহাসচিব বলেন, দলের যেসব নেতা ইন্তেকাল করেছেন, শাহাদাতবরণ করেছেন গণতান্ত্রিক আন্দোলনে তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। বন্যার্তরা যারা দুর্ভোগ পোহাচ্ছেন, তাদের দুর্ভোগ লাঘবের জন্য দোয়া করেছি। দেশের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেছি। দেশে যেন গণতন্ত্র ফিরে আসে তার জন্য দোয়া করেছি। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সানাউল্লাহ মিয়া, কামরুজ্জামান রতন, নুরে আরা সাফা, শিরীন সুলতানা, আমিনুল ইসলাম, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, অনিন্দ্য ইসলাম অমিত,  তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, আসাদুল করিম শাহীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: