নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারে ভয়াবহ আগুনে ৭৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ র্ঘটনাটি ঘটেছে আজ ৯ ফেব্রুয়ারী ভোর রাত আনুমানিক ৪টার সময়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন মালুমঘাট বাজারে আগুন লাগায় তাদের প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষত্যদর্শীরা জানিয়েছেন, ডুলাহাজারা উইনিয়নের মালূমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের লাগোয়া ও চট্রগ্রাম-কক্সবাজার হাসড়কের পুর্ব পাশের বনবিভাগের জমি দখল করে মালুমঘাট বাজারটি ১৯৮২সাল থেকে প্রতিষ্টিত হয়ে স্থানীয় বাজার পরিচালনা কমিটির মাধ্যমে চলে আসছে। এই বাজারে রয়েছে ছোট-বড় ৫শতাধিক শতাধিক দোকান। এই বাজারের ব্যাবসায়ীরা প্রতিদিনের ন্যায় বেচা বিক্রি শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। এই অবস্থায় গতকাল সোমবার রাত প্রায় সাড়ে ৩টার সময় মাছ বাজার এলাকায় কয়েকটি দোকান থেকে হঠাৎ আগুনে জ্বলতে উঠতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিরিঙ্গা সদরের ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। এ সময় বাজারের পাহারাদাররা আগুন জ্বলতে দেখে চিল্লাহচিল্লি শুরু করলে পাশি বাড়ীতে থাকা শওকত আলী মেম্বার ফায়ার সার্ভিস, চকরিয়া থানার ওসি, ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মোবাইলে জানান। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে দীর্ঘ ২ঘন্টা ছেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় প্রায় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় ২কোটি টাকা মূল্যের মালামাল সহ ৭৫টির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভোরে বাজার কমিটির সভাপতি মনজুর আলম বাজার পরির্দশনে আসলে বাজারের ব্যবসায়ীরা তাকে দায়ী করে বলেন এই বাজার তার ইন্ধনে পুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় ব্যবসায়ী মারমুখি হয়ে তেড়ে যায় সভাপতির দিকে। ব্যবসায়ীরা সভাপতিকে এসময় নাজেহালও করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সভাপতিকে দোকানদারদের রোষানল থেকে বাচাতে এগিয়ে আসে এবং মুরুব্বীরা তাকে বাজার অফিসে সরিয়ে নেন। পরে ক্ষতিগ্রস্থ ও বিক্ষুদ্বা ব্যবসায়ীরা সভাপতির বিরুদ্বে অভিযোগ করার জন্য ৩টি গাড়ি নিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে বাজার কমিটির সভাপতির কতৃক বাজার পুড়ে দিয়ে জায়গা দখল করে নেয়ার অভিযোগ দায়ের করেছে। বর্তমানে মালুমঘাট বাজার চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আগুনে বাজার পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে ইউ,পি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, আওয়ামীলীগ নেতা মনছুর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, যবলীগনেতা বুলবুলসহ স্থানীয় জনপতিনিধিরা বাজার এলাকা পরির্দশন করেছেন। স্থানীয়রা প্রভাবশালীরা বনবিভাগের জায়গা দখল করে মালুমঘাট বাজার প্রতিষ্টা করেছে। কিন্তু ও প্রভাবশঅলীরা পুনরায় বাজারের জায়গা দখল করে স্থায়ী ও পাকা দালান নির্মাণ করা জন্য পরিকল্পিতভাবে বাজার আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করছে এলাকার সাধারণ লোকজন ও ব্যবসায়ীরা । এ ব্যাপারে মালুমঘাট বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুন দিয়ে দোকানঘর পুড়িয়ে দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
পাঠকের মতামত: