চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিনের পিতা আলহাজ্ব হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। রবিবার দুপুর ২টায় স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনছুর আলম ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল আমীনের পিতা এবং ইউপি সদস্য মোঃ নুরুল আবছারের জেঠা। মৃতু্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী ইহকালে রেখে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কাল সোমবার সকাল ১০টায় ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে তার মৃত্যুতে ইউনিয়ন, উপজেলা সহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
পাঠকের মতামত: