ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় নির্বাচন

যমুনা : ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, এবারের নির্বাচনে প্রায় ১শ’টি আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন করা হয়েছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, জানুয়ারিতে শিক্ষার্থীদের স্কুল শুরু হবে এ কারণে নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।

আগামী ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব।

পাঠকের মতামত: