ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া"মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল, মালুমঘাট

ডা. অলসেন আর নেই

“মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল, মালুমঘাট” এর প্রতিষ্ঠাতা, বিখ্যাত শল্যচিকিৎসক, লেখক ডা.ভিগো অলসেন (৯৫) মৃত্যুবরণ করেছেন। ১৯৬৫-১৯৬৬ সালে হাসপাতালটি তিনি প্রতিষ্ঠা করেন। আমেরিকা থেকে সুদূর বাংলাদেশে এসে কক্সবাজার জেলার মালুমঘাট-এ হাসপাতালটি স্থাপন করেন তিনি।। সেই সময় মালুমঘাট ছিলো গভীর বনাঞ্চল যা বাঘ, ভাল্লুক, রামকুকুর, গোখরোসাপসহ হিংস্র প্রাণিদের অভয়ারণ্য ছিল। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো ছিলোনা। এতদসত্ত্বেও এমন প্রতিকূল পরিবেশে ডা. অলসেন কীভাবে হাসপাতালটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন। তিনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সময়টুকু এ হাসপাতালকে কেন্দ্র করেই কাটিয়েছেন। প্রত্যেক রোগীর প্রতি ছিলো তার অমায়িক ব্যবহার এবং প্রানান্তকর চিকিৎসাসেবা। হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তাঁর দরদ, ভালোবাসা, বন্ধুসূলভ আচরণ ছিল একজন অভিভাবকের মতো। এলাকার মানুষের প্রতিও তাঁর ছিলো গভীর ভালোবাসা। এলাকার মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার সাথে চিকিৎসাসেবা দিয়েছেন। ডা.অলসেন একাধিক বই লিখেছেন। “Daktar Diplomat in Bangladesh”, “Daktar”, “Daktar II”, “The agnostic who dared to search” উল্লেখযোগ্য।

পাঠকের মতামত: