ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা আটক

উখিয়া সংবাদদাতা :: কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় কুতুপালং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২), মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) ও মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ৫ রোহিঙ্গাকে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: