ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক :::

আপনি কী আমাদের 41মোটা মেষশাবক হিসেবে দেখতে চান?‌ এসব ভুলে যান। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমনই সতর্কবাণী চীনের সরকারি সংবাদপত্র ‘‌গ্লোবাল টাইমস’‌–এর। খবর আজকালের।

এর আগে, রবিবার রাতে আবার টুইট করে চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, চীনা সরকার ইচ্ছাকৃত দেশটির মুদ্রা ইয়েনের দাম কমিয়ে রেখেছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের সেনা মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই নিয়ে মঙ্গলবার গ্লোবাল টাইমস–এর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘‌রবিবার রাতে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ’‌

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌজন্যবশত তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নির্বাচনের আগে চীনের বিরুদ্ধে নানা বিষয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। ভোটে জিতেও যে তিনি একই অবস্থান বজায় রাখবেন তা ভাবতে পারেনি বেইজিং। তবে বেজিং এখনও মনে করে, কূটনৈতিক ব্যাপারে ট্রাম্প অনভিজ্ঞ। সেই অনভিজ্ঞতা থেকেই ট্রাম্প এই রকম মন্তব্য করছেন।

পাঠকের মতামত: