ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

‘ট্যানারি মালিকরা নানা ছলচাতুরি করছেন’

pm-hasina_1পুরান ঢাকার হাজারীবাগ থেকে যাতে না সরতে হয় সেজন্য ট্যানারি মালিকরা নানা ‘ছল-চাতুরি’ করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। চামড়া ব্যবসায়ীদের এই ‘অযথা’ দেরির সমালোচনা করে  দ্রুত ট্যানারি সরানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৬’ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সাভারের হরিণধরা এলাকায় আমরা ট্যানারি শিল্প তৈরি করে দিয়েছি। সেখানে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ট্যানারি মালিকরা অযথা দেরি করছেন। তাদের বারবার বলা সত্ত্বেও নানা ছলছুতা নিয়ে কেন দেরি করে আমরা জানি না। এটা করা ঠিক না। প্রধানমন্ত্রী বলেন,  তারা  দ্রুত ট্যানারি স্থানান্তর করলে এ জায়গাটার পরিবেশ আবার ফিরে পাবে। অনুষ্ঠানে তিনি বন্যাদুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে সবার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ‘জাতীয় পরিবেশ পদক’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ এবং বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ তুলে দেন বিজয়ীদের হাতে। বিতরণ করা হয় সামাজিক বনায়নের লভ্যাংশের চেক।  প্রধানমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে একটি গাছের চারা রোপণের পর বৃক্ষমেলার উদ্বোধন করেন।  খবর অনলাইন ।

পাঠকের মতামত: