ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফ শাহপরীরদ্বীপ হাজী বশির আ. উ. বিদ্যালয়ে ‘মরহুম হাজী আলী আহমদ মিলনায়তন’ উদ্বোধন

ওওওওওজাকারিয়া আলফাজ/জসিম মাহমুদ,টেকনাফ ::

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব এম.এ হাশেম সিআইপি’র অর্থায়নে নির্মিত ‘মরহুম হাজী আলী আহমদ মিলনায়তনের’ উদ্বোধন এবং বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক অনুষ্ঠান ৩০ মে সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ প্রত্যন্ত এই জনপদে শিক্ষার অগ্রসরতায় মহৎ ব্যক্তিদের নিঃস্বার্থ যেকোন অনুদান সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা কমিটি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় জেএসসি ২ জন জিপিএ-৫ ও এসএসসিতে ৩ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশের ফলাফলে আমি উচ্ছসিত। আগামীদিনেও সুনামের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার চেষ্টা করতে হবে এবং এলাকার ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক সহযোগীতা অব্যাহত রাখতে হবে।” স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। জাকারিয়া আলফাজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় নব নির্বাচিত পরিচালনা কমিটির দাতা সদস্য ও টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম.এ হাশেম সিআইপি, বিদ্যালয়ের দাতা ও পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আলহাজ্ব রশিদ আহমদ, অভিভাবক সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, অভিভাবক সদস্য শরীফ হোসাইন, মোহাম্মদ কাসেম,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুল আলম,শিক্ষক প্রতিনিধি মাও. ফরিদুল আলম, মোঃ জসিম উদ্দীন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম রেজা, সাবরাং ইউপির নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছেনুয়ারা বেগম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আমিন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম রেজু, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী ফজলুল হক,শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সহ সভাপতি জাহেদ হোসেন,শাহপরীর দ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাংগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ কাসেম, অভিভাবক হাজী মোঃ ইদ্রিস, আব্দুল মতলব,যুবলীগ নেতা মুহাম্মদ আমিন, সাংবাদিক জসিম মাহমুদ, ব্যবসায়ী মোস্থফা কামাল, বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সহকারী শিক্ষক পূর্ণধন বড়–য়া,ইমরুল কায়েস,রাখাল চন্দ্র দাস, মিঠুন বড়–য়া, আবছার কামাল বাবু, নুসরাত ফাতেমা রেশমি, সিরাজুল ইসলাম,প্রাক্তন ছাত্র শেফায়েত উল্লাহ, মোহাম্মদ জুনায়েদ,আব্দুল্লাহ, মোহাম্মদ নোমান প্রমূখ।

————————

শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় নতুন পরিচালনা কমিটি গঠিত : মোঃ নুুরুল হক সভাপতি নির্বাচিত

জাকারিয়া আলফাজ/ জসিম মাহমুদ, টেকনাফ ::

টেকনাফ উপজেলাধীন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন প্রক্রিয়া ৩০ মে সকাল ১০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে সম্পন্ন হয়। টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচন-১৬ এর প্রিসাইডিং কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসাইনের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক,প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, দাতা সদস্য আলহাজ্ব এম,এ হাশেম সিআইপি, অভিভাবক সদস্য আলহাজ্ব রশিদ আহমদ, আব্দুস সালাম, শরীফ হোসাইন, মোহাম্মদ কাসেম, সংরক্ষিত মহিলা সদস্য সনজিদা বেগম,শিক্ষক প্রতিনিধি মাও. ফরিদুল আলম, মোঃ জসিম উদ্দীন।

প্রিসাইডিং কর্মকর্তা শিক্ষক প্রতিনিধি ব্যতীত অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে সভাপতির নাম প্রস্তাবের আহবান জানালে অভিভাবক সদস্য আব্দুস সালাম সভাপতি পদে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক এর নাম প্রস্তাব করলে অন্যান্য সদস্যরা সর্বসম্মতিক্রমে তাতে একাত্মতা প্রকাশ করেন। প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস হোসাইন সভাপতি পদে আর কারো নাম উত্থাপিত না হওয়ায় এবং প্রস্তাবিত নাম গৃহিত হওয়ায় মোঃ নুরুল হককে শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি/১৬ এর সভাপতি হিসেবে ঘোষণা দেন।

পাঠকের মতামত: