ঢাকা,বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

টেকনাফ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন ওসি রনজিত বড়ুয়া

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ওসি রনজিত কুমার বড়ুয়া। রবিবার (২৫ ফেব্রুয়ারী) টেকনাফ থানার বিদায়ী ওসি মাইন উদ্দিন খানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সীমান্ত জনপদে অপরাধীদের আতংক, চৌকষ পুলিশ কর্মকর্তা, ওসি রণজিত কুমার বডুয়া টেকনাফ মডেল থানায় পুনরায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করায় আন্তরিক অভিবাদন জানানো হয় বিভিন্ন মহল থেকে। তাঁর নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা দিয়ে ইতোপূর্বে সীমান্ত জনপদ টেকনাফের অপরাধ ও মাদকের বিরুদ্ধে বরাবরের মতো কার্যকরী ভূমিকা রাখবেন। সীমান্তে মাদক এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে তিনিই মূলত প্রথম অভিযান শুরু করেছিলেন৷ তারই ধারাবাহিকতায় মানব পাচার বন্ধ হয়েছিল৷ এর আগে ওসি রনজিত বড়ুয়া টেকনাফ থানা, মহেশখালী থানা, চকরিয়া থানা,চট্রগ্রামের পাহাড়তলি থানা ও কক্সবাজার সদর মড়েল থানায় সততা,দক্ষতা ও সাহসিকতার সাথে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ট ওসি হিসেবে পুরিষ্কৃত করেন পুলিশ সুপার ড,একেএম ইকবাল হোসেন।

পাঠকের মতামত: