ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফ উপজেলা নবজাগরণকে উড়িয়ে দিয়ে সেমিতে লেদা লাল মিয়া স্মৃতি

sssssসংবাদ বিজ্ঞপ্তি :

টেকনাফের হ্নীলা আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর কোয়ার্র্টার ফাইনালের শেষ খেলায় টুর্ণামেন্টের অন্যতম শক্তিশালী টিম টেকনাফ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠল লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশ। ১৩ ফেব্র“য়ারী শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে টুর্ণামেন্টের ৪র্থ কোয়ার্র্টার ফাইনাল টেকনাফ উপজেলার নবজাগরণ ও লেদা লাল মিয়া স্মৃতি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমর্ধ্বে উভয় দল আক্রমন পাল্টা আক্রমন করেও কোন গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধ্বেও ২০ মিনিটে লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশের ৭ নম্বার জার্সিধারী খেলোয়াড় জাহিদের দূর্দান্ত শটে উপজেলা নবজাগরণের জালে বল ঢুকিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। খেলার বাকী সময় টেকনাফ উপজেলা নবজাগরণ একাদশের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ করেও সমতা ফিরাতে পারিনি। শেষ পর্যন্ত খেলার শেষ বাঁশি বাজালে ১-০ গোলে জয় নিয়ে সেমি ফাইনালে উঠেন লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশ। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারী সিরাজুল ইসলাম ও শফিউল আলম ও ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন রোস্তম আলী। ম্যাচের শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হন লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশের রবিউল আলম। খেলা শেষে তাকে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ছালেহ আহমদ মেম্বার, আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মাহাবুব মোর্শেদ, মৌলভী শাকের আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী, সদস্য ইব্রাহীম খলিল, ক্রীড়াবিদ শেখ মুহাম্মদ রফিক, খেলায় মিডিয়া পার্টনার প্রবাল নিউজ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মমতাজুল ইসলাম মনু, ক্রীড়াবিদ দেলোয়ার হোছাইন মিল্কি, ফিরুজ আহমদ, মাষ্টার ফরিদুল আলম, আবু তাহের, আবুল কালাম আলম প্রমূখ। রবিবার বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের সেমি ফাইনালের ১ম খেলায় রংগে ইলাহী একাদশ ও হ্নীলা টু-ব্রাদার্স একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।=====

পাঠকের মতামত: