ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে সদর ইউপি ও বাহারছড়ায় উন্নয়নমূলক কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শনে উপ-সহকারী প্রকৌশলী

 টেকনাফ উপজেলা প্রতিনিধি :::

টেকনাফে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন টেকনাফ সদর ইউপি ও বাহারছড়ায় সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের তদার9কি করেছেন উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসউদ রানা সায়েম। তিনি ১২ ফেব্রুয়ারী রোববার পুরো দিন ঘুরে টেকনাফ সদর ও বাহারছড়া ইউপির চলমান কয়েকটি কালভার্ট যেমন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী ও তুলাতুলী রাস্তায় কালভার্ট নির্মাণ,মিটাপানির ছড়ায় হাফেজ আব্দুল করিমের বাড়ীর পার্শ্বে কালভার্ট নির্মাণ ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় কবরস্থান রাস্তায় কালভার্ট  নির্মাণ উন্নয়ন কাজের তদারকি করেন। এ সময় তিনি এসব প্রকল্পের অগ্রগতি ও কাজের মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকৃত কাজের মধ্যে মিটাপানিরছড়া ও বাহারছড়া প্রকল্পের কাজের দায়িত্বে  উপজেলার বিশিস্ট ফুটবলার,পৌর প্যানেল মেয়রের সহধর্মীণী টিকাদার শাহ আলম এবং লেংগুরবিল কাজের দায়িত্বে আছেন টিকাদার নুরুল হোসাইন। তার সঙ্গে ছিলেন পৌরসভা প্যানেল মেয়র, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক ও নেলসন ম্যান্ডেলা গোল্ড ম্যাডেল সনদ সম্মাননাপ্রাপ্ত,টেকনাফ নিউজ ৭১ ডটকমের উপদেস্টা ও দানশীল কোহিনূর আক্তার, সিনিয়র সাংবাদিক ও বিশিস্ট টিকাদার নুরুল হোসাইন,উপজেলা চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সোলতান,রেডিও নাফের সাংবাদিক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,ডেইল পাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিকাদার মোঃ আব্দুল্লাহ, ডেইল পাড়ার বিশিস্ট ব্যবসায়ী আবু তাহের,মোঃ শাহানেওয়াজ জিসানসহ আরও অনেকে। পরে পরিদর্শন শেষে কাজের মান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-সহকারী প্রকৌশলী বলেন, কাজের গুণগত মান সন্তোষজনক। আমি কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শন করে আনন্দিত হয়েছি। অবশেষে জনসাধারণের স্বার্থে তিনি কাজের মান আরও সন্তোষজনক করার জন্য সকলকে জোর নির্দেশ দেন।

পাঠকের মতামত: