ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

টেকনাফে বিজিবি‘র মহাপরিচালকের বিওপি পরিদর্শন ও ত্রাণ বিতরণ

টেকনাফ প্রতিনিধি ::DSC_0229

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি’র বিওপি পরিদর্শন ও ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন।

শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি সীমান্তে বিজিবি’র বিভিন্ন বিওপি পরিদর্শন করেন।

টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন প্রায় ঘন্টাব্যাপী ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ টেকনাফের বিওপিগুলো পরিদর্শন। এসময় তিনি ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এরপর টেকনাফ বিওপিতে কর্মরত সকলস্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

পাঠকের মতামত: