ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফে বাড়ীতে ঢুকে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

teknaf_pic-1-04-07-16_1টেকনাফে বাড়িতে ঢুকে প্রাক্তন ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মেম্বারকে (৬৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী ইয়াসমিন আক্তারও গুলিবিদ্ধ হন।  এ সময় তার স্ত্রী ইয়াসমিন আক্তারও গুলিবিদ্ধ হন।

সোমবার ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, সশস্ত্র মুখোশধারীরা বাড়িতে ঢুকে সিরাজ মেম্বারকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিরাজ মেম্বারকে মৃত ঘোষণা করেন। ইয়াসমিন আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে পাঠানো হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

পাঠকের মতামত: