ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচার, আটক ৪

নিউজ ডেস্ক ::  কক্সবাজারের টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৬ জুলাই) বিকালে পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নূর ইসলাম (৪০), রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪) এবং মাহমুদা আক্তার রেশমি (২২)।
টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘একটি পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবা পাচারের প্রস্তুতি নিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

 

পাঠকের মতামত: