ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ডাকাত দ‌লের বন্দুকযুদ্ধে নিহত ২

DAKATএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার:
কক্সবাজা‌রের সীমান্ত উপজেলা টেকনাফে দুই ডাকাত দ‌লের ম‌ধ্যে বন্দুকযু‌দ্ধের ঘটনা ঘ‌টে‌ছে। এসময় উভয় পক্ষে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ম‌জিদ জানান, বুধবার দিবাগত রা‌ত আড়াইটার দিকে টেকনা‌ফের ১৪ নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় আ‌ধিপত্য বিস্তার‌নিয়ে  আব্দুল হা‌কিম ডাকাত দ‌লের সাথে  নুরুল হা‌কিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দ‌লের ম‌ধ্যে গুলিবিনিময় হয়।
এতে দু’প‌ক্ষের ঘন্টা ব্যা‌পি বন্দুক যু‌দ্ধে প্রতিপ‌ক্ষের গু‌লি‌তে উভয় গ্রুপের ২ জন ডাকাত ঘটনাস্থ‌লেই নিহত হয়। খবর পে‌য়ে টেকনাফ থানা পু‌লিশ ঘটনাস্থল থে‌কে ২ জ‌নের লাশ উদ্ধার ক‌রেছে।
ও‌সি আব্দুল ম‌জিদ আরো জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের  মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং বন্দুকযু‌দ্ধে জ‌ড়িত অন্যান্য ডাকাত‌দের আট‌কে অ‌ভিযান চালা‌নো হ‌চ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: