ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

টেকনাফে ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু

mirtuএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::
কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকুলে ফিশিং ট্রলার ডুবিতে এক জেলে মারা গেছে। বুধবার বিকেলে টেকনাফ বাহারছড়া দক্ষিণ শীলখালী বাইন্যাপাড়া উপকুলে ঘটেছে এ ঘটনা।
জানা যায়, ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকা সত্বেও প্রতি দিনের ন্যায় বুধবার ভোর রাতে দক্ষিণ শীলখালী বাইন্যাপাড়ার ৫ জন জেলে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার করে ফেরার সময় বুধবার বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের ৫ জন মাঝি-মাল্লার মধ্যে ৪ জন সাঁতরিয়ে তীরে ফিরতে পারলেও দক্ষিণ শীলখালী বাইন্যাপাড়ার বাসিন্দা শামসুল আলমের পুত্র মুজিব উল্লাহ (৩৬) ফিরতে পারেনি।
ট্রলার ডুবির পরে দুর্ঘটনাস্থল থেকে অনেক দুরে পাশ্ববর্তী উখিয়া জালিয়াপালং উপকুলীয় মাদারবনিয়া সৈকত থেকে আতœীয়-স্বজনরা মুজিব উল্লাহর মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে।

পাঠকের মতামত: