সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ ::
টেকনাফে বাংলাদেশ সরকারের অঢেল উন্নয়নকে সামনে রেখে তারই ধারাবাহিকতায় অনুষ্টিত হতে যাওয়া উন্নয়ন মেলার স্টল নির্মাণের কাজ ১লা অক্টোবর কড়া রোদ্রের মধ্যেও স্পটে উপস্থিত হয়ে তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান। এ সময় তিনি নিজ হাতে উন্নয়ন মেলার স্টলগুলোর সৌন্দর্য যেন জনসাধারণকে আকৃষ্ট করে সেভাবে মতে তৈরী করার জন্য পরামর্শ দেন। মেলাটি উপজেলা শহীদ মিনারের পূর্ব পার্শ্বে অনুষ্টিত হতে যাচ্ছে। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি তরুণ সাংবাদিক মো: শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান বলেন, সরকারের এই উন্নয়ন মেলার মাধ্যমে টেকনাফবাসী অনেককিছু শিখতে পারবে। উল্লেখ্য যে, ৪ অক্টোবর’১৮ ইংরেজী সারা বাংলাদেশের ন্যায় টেকনাফেও উন্নয়ন মেলা উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
##################
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল বিনামূল্যে ভিডিও টেলিমেডিসিন সেবা
সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ ::
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ওপিডি ‘তে চালু হল বিনামূল্যে ভিডিও টেলিমেডিসিন সেবা। যার মাধ্যমে টাকার অভাবে টেকনাফের বাইরে যেতে না পারা গরীব রোগীরা টেকনাফে বসে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবে বলে জানা যায়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও ডিটি সোশ্যাল ফোরামের সুযোগ্য চেয়ারম্যান, সবার প্রিয় ডা: টিটু চন্দ্র শীল বলেন, এই সেবার মাধ্যমে গরীব রোগীরা টেকনাফে বসে পছন্দের সমগ্র বাংলাদেশের বড় বড় (দেশের সেরা সেরা) বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবে। এছাড়াও বড় বড় চিকিৎসক এর দ্বারা জটিল রোগের চিকিৎসা/ সমাধান পাবে বলে আশা রাখি। এই সেবা চালু করায় টেকনাফ উপজেলার গরীব লোকজন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
পাঠকের মতামত: