ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

টেকনাফে ইয়াবা পাচারের সময় বিজিবির গুলিতে ২ রোহিঙ্গা যুবক নিহত

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ ::    
টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় সীমান্ত রক্ষী বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী সংলগ্ন নাফনদীর আনোয়ার প্রজেক্ট বেড়িবাঁধ দিয়ে দুই রোহিঙ্গা যুবক মাদকের চালান নিয়ে প্রবেশ করে। বিজিবি জওয়ানেরা তাদের থামার সঙ্কেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা গুলি করলে ঘটনাস্থলে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়। তাদের কোমরে বাঁধা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সকালে এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নুরুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী টেকনাফ পৌর প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে জানান, ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিতে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

পাঠকের মতামত: