ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ইয়াবা পাচারকারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফ স্থল বন্দর সংলগ্ন কেরুণতলী চাড়িয়ং পাহাড়ী এলাকা হতে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচার নিয়ে দু’পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটেছে। এ সময় ওই স্থান থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও ২টি জিনসিন সিরাপ।52650_20170208_081428
বুধবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
টেকনাফ মডেল থানা সেকেন্ড অফিসার কাঞ্চন কান্তি দাস জানিয়েছেন, ভোরে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অনেক খোজাঁখুজির পর টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ স্থল বন্দরের বিপরিতে কেরুনতলী চাড়িয়ং নামক পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতরে এক জনের মৃতদেহ পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ৪২-৪৪ হতে পারে। এ সময় ১০ প্যাকেট ইয়াবা , ২টি জিনসিন সিরাপ ও ১ টি দেশীয় তৈরী অস্ত্রও পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, দু’ইয়াবা পাচারকারীদের মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেখানে ইয়াবা ও অস্ত্রসহ একজন মৃত ব্যাক্তিকে পাওয়া যায়। যার পরিচয় প্রাথমিক অবস্থায় পাওয়া যায়নি। তবে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: