ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য অাটক

টেকনাফ প্রতিনিধি ::   কক্সবাজারের টেকনাফ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় ২ হাজার পিস ইয়াবা বড়িসহ বিজিবি’র এক সদস্যকে অাটক করেছে পুলিশ।

রবিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিসের একটি গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে অাটক করা হয়।

পুলিশ জানায়, অাটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ এনামুল হক (৩৫)। তার বাড়ি ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিণ কাফরুল এলাকায়।

তিনি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী হিসেবে দায়িত্ব ছিলেন। তার পরিচয় নম্বর ৭৫৭২১।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে অাটক করে। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’

তিনি অারও বলেন, ‘পরে অাটক ব্যাক্তিকে যাচাই-বাছাই করে জানতে পারি তিনি একজন বিজিবি সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাকে অাটক করা হয়। মাদক মামলা দিয়ে তাকে সোমবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।’

পাঠকের মতামত: