ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফের বাহারছরা গর্জন বাগানে পড়ে আছে হাতির মৃতদেহ

hatiটেকনাফ প্রতিনিধি :::

টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা গর্জন বাগানে মৃত অবস্হায় একটি মা হাতি পড়ে থাকার খবর পাওয়া গেছে। ২৭ শে মার্চ টেকনাফ বাহারছরা ০৫নং ওয়ার্ডের গর্জন বাগানের উত্তর সীমানায় ১টি বন্য মা হাতিটি মৃত অবস্হায় স্হানীয় লোকজন বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক শিলখালী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা  জসিম উদ্দিনসহ স্হানীয় লোকজন গিয়ে মৃত হাতিটি পড়ে থাকতে দেখে। এ সময় হাতিটির পিঠে এবং বুকের নিচে ক্ষত চিহ্ন দেখা যায়। এতে পঁচন ধরেছে।

পাঠকের মতামত: