ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

টেকনাফের প্যারাবন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি ::200
টেকনাফের সাবরাং প্যারাবন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে ২ বিজিবি অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে সাবরাং বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল সাবরাং নাফনদীর সেলিমের প্রজেক্ট সংলগ্ন প্যারাবন দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশ করার খবর পেয়ে সেখানে অবস্থান নেয়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা বহনকারীরা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি।

এছাড়া উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত: