ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

টেকনাফের ওসি প্রদীপ সহ দুই ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি’র

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ সহ পুলিশের দুই ওসি’র প্রত্যাহার দাবি করেছে কেন্দ্রীয় বিএনপি। অন্যজন হলেন- দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করে বলেন, ‘দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে চলেছেন। তিনি সারা কোতোয়ালীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। একইভাবে কক্সবাজার জেলাধীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা তাদের প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

পাঠকের মতামত: