ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

jourঅনলাইন ডেস্ক :::

জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমানের নেতৃত্বে সাংবাদিক নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এ সময় জতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান খান ফারুক, ফরাজী আজমল হোসেন, কুদ্দুস আফ্রাদ, খায়রুজ্জামান কামাল, কাজী মহসীন আল আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি  জাফর ওয়াজেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান, সাংবাদিক শাহ মো. মোস্তফা বিল্লাহ, দুলাল খান, সাইফুল ইসলাম শামীম, ইব্রহিম খলিল খোকন, অশ্রাফুল ইসলাম, ইব্রাহিম খলিল জুয়েল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদুর রহমান জিহাদ প্রমুখ।
 

পাঠকের মতামত: