ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

টিসিবির পণ্য বাজারে বিক্রি, কক্সবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ইমাম খাইর, কক্সবাজার :: নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য ঘসামাজা করে টেম্পারিং, মূল্য তালিকা না থাকা ও টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রিসহ নানা অভিযোগে কক্সবাজার বড় বাজার এলাকার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুইটি হলো, হক এন্ড ব্রাদার্স ৫০ হাজার এবং মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন এসব জরিমানা করেন।

এসময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।

মো. ইমরান হোসাইন জানান, বেশ কিছু দোকানে অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ, বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযান চালালে দুইটি দোকানে গিয়ে সত্যতা মেলে। তাদেরকে প্রাথমিকভাবে জরিমানার আওতায় আনা হয়েছে।

অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে মো. ইমরান হোসাইন জানিয়েছেন।

পাঠকের মতামত: