ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

‌‘টিভি দেখায় দাদির বকুনি’, অভিমানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়া সংবাদদাতা :: চট্টগ্রামের লোহাগাড়ায় আনিকা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আনিকা আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ও আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়াপাড়ার আকতার হোসনের কন্যা।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ ও ইউপি সদস্য জিয়াবুল ইসলাম।

জানা গেছে, রাতে টিভি দেখার বিষয় নিয়ে তাকে ওই শিক্ষার্থীকে গালমন্দ করেন তার দাদি। অভিমান করে ওই শিক্ষার্থীকে নিজ কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: