ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

টিভি জার্নালিস্টস্ এসো’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশে ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে সমাজের অনেক অসংগতি সহনীয় পর্যায়ে আছে।
তিনি গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব হলে আয়োজিত টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশন চিটাগং এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র টিভি জার্নালিস্টস এসোসিয়েশনকে আগামীতে কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক আরিচ আহমেদ শাহ প্রমুখ। সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় দ্বি- বার্ষিক সাধারণ সভা। বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত একটানা এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

পাঠকের মতামত: