ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঝুলন্ত অবস্থায় শিকার ধরে খেল অজগর

1488541830 copyগাছ থেকে ঝুলন্ত অবস্থায়  বৃক্ষবাসী প্রজাতির একটি স্তন্যপায়ী প্রাণিকে গিলে খেয়েছে একটি অজগর। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আমেরিকার একজাতীয় বৃক্ষবাসী স্তন্যপায়ী প্রাণী হলো অপোসাম বা পোসাম। এই প্রাণী সাধারণত গাছে বাস করে। সম্প্রতি একটি পোসাম গাছে বসে ছিল। এ সময় একটি অজগর পোসামকে ধরে গিলে খাওয়ার চেষ্টা করে। দৃশ্যটি দেখে এক পর্যটক ছবি তুলে রাখেন। পরে তিনি ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। 

ছবিতে দেখা যায়, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজগরটি পোসামকে গিলে খাচ্ছে। অজগরটি গাছ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেও নিজের শিকার ছাড়েনি।

পাঠকের মতামত: