ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

জেলা পরিষদ নির্বাচনে যাচ্ছে না বিএনপি

bnp আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী মনোয়ন দিচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ৩য় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া সংবিধান বিরোধী ও সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে অংশ নিবে না বিএনপি।

স্থায়ী কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তিনি বলেন, ‘বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলো একটি প্রহসন ছিল এবং বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠ এবং অবাধ নির্বাচনে ব্যর্থ হয়েছে। তারপরও নাসিক নির্বাচনে অংশ নিবে বিএনপি। কারণ বিএনপি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতাই যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে যেহেতু সরাসরি ভোটের সুযোগ নেই সেহেতু সরকার আগে থেকেই ৯৯.৯৯ পারসেন্ট ফলাফল নিয়ে বসে আছে। আর এ কারণেই জেলা পরিষদে অংশ নিবে না বিএনপি।’

স্থায়ী কমিটির বৈঠকে আ স ম হান্নান শাহ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য ‍উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার।-বাংলাট্রিবিউন

পাঠকের মতামত: