ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : ফখরুল

অনলাইন ডেস্ক :::fakhrul12

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার লালমনিরহাটের বড়বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা তিনি।
বড়বাড়িতে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যে কোনো সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ দলটি নির্বাচনমুখী। তবে নির্বাচনের সময় আওয়ামী লীগকে সরে দাঁড়াতে হবে এবং তা হতে হবে যোগ্য নির্বাচন কমিশনের অধীনে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত- দাবি করে মির্জা ফখরুল বলেন, রামুর ঘটনা থেকে শুরু করে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর ঘটনাগুলো প্রমাণ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে এগুলো ঘটছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও তাদের লোকজন মূলত সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে।

পাঠকের মতামত: