ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, ২৭ পদে ৪৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক :: জমে উঠেছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারী অনুষ্টিতব্য এবারের নির্বাচনে ২৭ টি পদের বিপরীতে এ পর্যন্ত ৪৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে ৪ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন অনেক নাটকিয়তা অপেক্ষা করছে বলে জানান অনেকে। তবে এবারের ডিএসএ নির্বাচনে একটি পক্ষের প্যানেলে ঢুকতে মরিয়া বেশির ভাগ প্রার্থী কারন তাদের কাছে ভোটার বেশি থাকায় সবার ধারনে সেই প্যানেলে ঢুকতে পারলে বিজয় নিশ্চিত।
১৫ ফেব্রুয়ারী জেলা ক্রীড়া সংস্থার ভোট গ্রহন। ৪ বছরের জন্য নির্বাচিত হবেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এতে বিভিন্ন পদে মধ্যে নির্বাচিত হবেন ৪ জন সহ সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ন সম্পাদক, কোষাধ্যক্ষ ১ জন, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ২ জন, মহিলা ক্রীড়া সংস্থার ২ জন, নির্বাহী সদস্য ১৪ জন। এতে মোট ২৭ টি পদের বিপরীতে এ পর্যন্ত ৪৩ জন মনোনয় পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে গতকাল পর্যন্ত সহ সভাপতি পদে ৪টি পদের বিপরীতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী তারা হলেন,অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন, বিজন বড়ুয়া, খোরশেদ আলম রাজা। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২ জন তারা হলেন মোঃ জসিম উদ্দিন ও আবদুল খালেক। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১ টি পদের বিপরীতে মনোনয়ন নিয়েছেন ৩ জন তারা হলেন মাহমুদুল করিম মাদু, হারুন অর রশিদ, জাহিদ ইফতেখার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২ টি পদের মধ্যে মনোনয়ন পত্র নিয়েছেন ৩ জন তারা হলেন হেলাল উদ্দিন কবির, শাহিনুল হক মার্শাল, জাহিদ ইফতেখার, কোষাধ্যক্ষ পদে ১ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২ জন তারা হলেন রাশেদ হোসাইন নান্নু, ওয়াহিদ মুরাদ সুমন। উপজেলা প্রতিনিধি হিসাবে ২ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩ জন তারা হলেন নাছির উদ্দিন, সুবীর বড়ুয়া ভুলু, আশরাফুল আজিজ সুজন। মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির ২ টি পদের বিপরীতে ৩ জন মনোনয়ন নিয়েছেন তারা হলেন খালেদা জেসমিন, আয়েশা সিরাজ, শাহানা আক্তার পাখি। আর নির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হবেন তবে এখানে এ পর্যন্ত মনোনয়ন নিয়েছেন ২৪ জন। তারা হলেন রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, হারুন অর রশিদ, এম জাহেদ উল্লাহ, সাংবাদিক এম আর মাহবুব, জাহিদ ইফতেখার, আলী রেজা তসলিম, আমিনুল ইসলাম মুকুল, মাহমুদুল করিম, সোয়েব ইফতেখার, জিয়া উদ্দিন আহমেদ তমাল, আজমল হুদা, ওমর ফারুক ফরহাদ, পরেশ কান্তি দে, খোরশেদ আলম, ওসমান সরওয়ার, আবছার উদ্দিন, আবছার কামাল, সরওয়ার রোমন, মংক্য রাখাইন, খালেদ আজম বিপ্লব, ফারজী নুরুল আলম, শরাফত উল্লাহ বাবুল, রাজা বাবুল।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অংশগ্রহন ইচ্ছুক বেশ কয়েকজন প্রার্থী বলেণ, আজ ৪ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন আছে সে দিন অনেক নাটকিয়তা দেখতে পাওয়া যাবে। এখানে যারা ইতি মধ্যে মনোনয়ন নিয়েছে তারা অনেকেই মনোনয়ন প্রত্যাহার করতে পারে সেদিন। এছাড়া অনেকে একাধিক পদেও ফরম নিয়েছে তারাও আসলে কোন পদে নির্বাচন করছে বা আদৌ নির্বাচনী মাঠে থাকবে কিনা সেটা ৪ ফেব্রুয়ারী ঠিক হবে।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে দেখা গেছে বেশির ভাগ প্রার্থী বাহারছড়া কেন্দ্রীকএকটি প্যানেলে অর্ন্তভুক্ত হতে মরিয়া হয়ে উঠেছে। যেহেতু সেই প্যানেলের কাছেই বেশির ভাগ ভোটার তাই সেই প্যানেলে অর্ন্তভুক্ত হওয়ার জন্য দৌড়ঝাপ করছে বেশির ভাগ প্রার্থী। তবে সচেতন ক্রীড়ামুদি ও ক্রীড়া সংগঠকদের দাবী কোন বিশেষ বিবেচনায় নয় প্রকৃত পক্ষে যারা কোন না কোন সময় মাঠে খেলাধুলায় জড়িত ছিল এবং সংগঠক তাদেরই মূল্যায়ন করা উচিত না হলে মানুষের আস্থার এই প্রতিষ্টানও বিতর্কিত হয়ে পড়বে।

পাঠকের মতামত: