ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতা ও সনদ বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে রামু উপজেলার ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন। প্রতিযোগিতার উদ্বোধন করেন ৯নং খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ। ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলীম, আল ফুয়াদ একাডেমীর সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল।

পাঠকের মতামত: