আসন্ন ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহ ঠেকানো। ইতোমধ্যে দলটির মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়া ১১ জন প্রার্থী বিদ্রোহ করে মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ‘বিদ্রোহ’ দেখিয়েও নানা চেষ্টা-তদবিরের পর শেষ মুহুর্তে এসে দলীয় টিকিট পেয়েছেন। তার কারণে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তও পাল্টাতে হয়েছে। এই অবস্থায় বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে নানামুখি তৎপরতা চালাচ্ছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের তপসিলমতে, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার ১৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ। এছাড়াও চকরিয়া ও মহেশখালি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ২০ মার্চ। উভয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো গত ২২ ফেব্রুয়ারী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা এবারই প্রথম দলীয় মোড়কে নির্বাচনে অংশ নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মহেশখালী পৌরসভায় আওয়ামী লীগের টিকিট (মনোনয়ন) পেয়েছেন বর্তমান মেয়র মকছুদ মিয়া। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইতোমধ্যে মনোনয়পত্র দাখিল করেছেন সাবেক মেয়র সরওয়ার আজম ও তার ছোট ভাই মোহাম্মদ হামিদুল হক। সরওয়ার আজম উপজেলা আওয়ামী লীগের সম্প্রতি বিলুপ্ত হওয়া কমিটির সদস্য ছিলেন। চকরিয়া পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন আলমগীর চৌধুরী। এ অবস্থায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদি। তবে শেষ পর্যন্ত দলীয় চাপের মুখে তিনি মনোনয়পত্র দাখিল করেননি।
প্রথম দফায় ঘোষিত তফসিলের ১৯টি ইউনিয়নের মধ্যেই ৭টিতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয় এনামুল হককে। ওই ইউনিয়নে বিদ্রোহ করে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ। কালামারছড়া ইউনিয়নে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরীকে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত পাল্টে তারেক বিন ওসমান শরীফকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ হোসাইন ইব্রাহিমের আপন ভাইপো ও সাবেক চেয়ারম্যান প্রয়াত ওসমান গণির ছেলে। তারেক শেষ মুহুর্তে দলীয় মনোনয়ন পেলেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা তা এখনো অনিশ্চিত।
টেকনাফ সদর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আলম। কিন্তু ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহান মিয়া ও তার ভাই দিদার মিয়া। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। সাবরাং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সোনা আলীকে। সেখানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। হ্নীলা ইউনিয়নে নৌকা দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসকে আনোয়ার। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আলীর ছেলে রাশেদ মোহাম্মদ। হোয়াইক্যং ইউনিয়নে দলীয় টিকিট পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল। সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরীর ছেলে।
কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান হক কুতুবী। ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা সিরাজ উদ দৌল্লা। এছাড়াও আলী আকবর ডেইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নুরুচ্ছফাকে। কিন্তু সেখানে আওয়ামী লীগ নেতা কাইয়ুম হুদা বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ‘অনেকে আবেগের বশে, না পাওয়ার বেদনা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার অনেকে আশা করেছেন, যাছাই-বাছাইয়ে মনোয়ন পাওয়া কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল হলে সে ক্ষেত্রে তারা সুযোগ পেতে পারেন। আমরা আশা করছি, শেষ পর্যন্ত কেউ দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। তারা সকলেই আমাদের আপনজন। না পাওয়ার বেদনা থাকতেই পারে। তাই বলে দলীয় সিদ্ধান্ত না মেনে কেউ নির্বাচন করবেন-এটা আমরা মনে করিনা।’ তিনি বলেন, ‘যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের এখনই বিদ্রোহী বলা যাবে না। আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। ওই সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করলে কেন্দ্রের নির্দেশনা অনুসারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশ:
২০১৬-০২-২৪ ০৭:৫৭:০২
আপডেট:২০১৬-০২-২৪ ০৭:৫৭:০২
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- চকরিয়ার এক ব্যক্তিকে বাঁশখালীতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে
পাঠকের মতামত: