নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের নাগরিক স্মরণ সভা আজ বুধবার ২২ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায়।
নাগরিক কমিটির আয়োজনে তাঁর জন্মস্থান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সিকদার পাড়ায় মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে স্মরণ সভার সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
নাগরিক স্মরণ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ বিশিষ্টজনরা এই নাগরিক শোক সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কক্সবাজারে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চুনতি নাগরিক স্মরণ সভায় যোগ দিতে কক্সবাজার থেকে রওয়ানা দেবেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, টানা তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম।
পাঠকের মতামত: