ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

image_151686_0নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি  শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন।

পরে সমাধি প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন খালেদা জিয়া। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।

পাঠকের মতামত: