ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

জাফর, আশেক, শাহীন নৌকার প্রার্থী, ঝুলে আছে কক্সবাজার-৩

নিউজ ডেস্ক ::
কক্সবাজারের তিনটি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার পর্যায়ক্রমে এই তিনটি আসনে দলের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মনোনয়ন বোর্ড। তবে এখনো ঝুলে আছে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনটি। এই আসনে এখনো দলের প্রার্থী ঘোষণা করা হয়নি। গুঞ্জন উঠেছে জোটের শরিক জাতীয়পার্টিকে আসনটি ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী।
দল থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই এই তিনটি আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। তবে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বর্তমান সাংসদ কমলকে বাদ দেওয়ায় এলাকায় এলাকায় কলাগাছ আন্দোলন গড়ে তুলেছে তার সমর্থকেরা।

পাঠকের মতামত: